1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mdrubelmollah1989@gmail.com : Md.Rubel Mollah : Md.Rubel Mollah
November 30, 2023, 7:45 am

পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত ১২

  • আপডেটের সময় : Saturday, April 1, 2023
  • 70 ০ বার দেখছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাকিস্তানের করাচিতে জাকাত নিতে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।শুক্রবার (৩১ মার্চ) প্রদেশটির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেডিং এস্টেট (এসআইটিই) এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণকালে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কেমারী পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় প্রাথমিকভাবে ১১ জন নিহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের বেশিরভাগই ৪০ থেকে ৫০ বছরের নারী, তিনি যোগ করেন।পরে, আরও এক নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশের দক্ষিণ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইরফান আলি বালোচ।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ দেশটির সংবাদমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। কেমারির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারি জানান, ওই এলাকায় অবস্থিত এফকে ডাইং কোম্পানি তাদের কর্মচারীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের জন্য আমন্ত্রণ জানায়।

এতে সাড়া দিয়ে প্রায় ৪ শতাধিক নারী সেখানে জড়ো হন। কিন্তু এত বড় ভিড় দেখে কোম্পানির কর্মীরা ভয়ে দরজা বন্ধ করে দেয়। আর এর পরেই হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, কোম্পানিটির প্রাঙ্গণে আগত নারীদের সারিবদ্ধ করার জন্য কোনো ব্যবস্থা ছিল না। আর এ বিষয়ে স্থানীয় পুলিশকেও অবহিত করা হয়নি।এ ঘটনায় এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সিন্ধুর মুখ্যমন্ত্রী সাঈদ গনি জানান, কোনো কিছু বিতরণ কিংবা সমাজকল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে প্রশাসনকে জানানো উচিত।পরে তিনি নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেন। সূত্র: দ্য ডন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
IT Cornerbd.com Call:01711073884
Theme Customized By BreakingNews