1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mdrubelmollah1989@gmail.com : Md.Rubel Mollah : Md.Rubel Mollah
December 4, 2023, 8:02 pm

ড্রোন শিল্প থেকে ৫০০ বিলিয়ন রুবল আয় হতে পারে : পুতিন

  • আপডেটের সময় : Friday, April 28, 2023
  • 55 ০ বার দেখছেন

 

রাশিয়ার ড্রোন শিল্পকে ‘একটি অতি গুরুত্বপূর্ণ সেক্টর’ আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, অচিরেই এই শিল্প থেকে শত শত কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হতে পারে। গতকাল বৃহস্পতিবার মস্কোয় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পুতিন বলেন, ‘অদূর ভবিষ্যতে’ তার দেশের ড্রোন শিল্প থেকে ৫০০ বিলিয়ন রুবল বা ৬০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।

তবে এই পরিমাণকে তিনি ‘অত্যন্ত রক্ষণশীল হিসাব’ বলে বর্ণনা করেন। পুতিন বলেন, “আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ও সংহত থাকি এবং সম্মিলিতভাবে কাজ করি তাহলে এই খাত থেকে এক ট্রিলিয়ন রুবল বা ১২.২৫ বিলিয়ন ডলার অর্থ অর্জিত হওয়ার সম্ভাবনা প্রবল।”

রাশিয়ার প্রেসিডেন্ট ২০৩০ সাল পর্যন্ত তার দেশের ড্রোন শিল্পের উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের নির্দেশ দেন। রুশ প্রেসিডেন্ট এমন সময় এসব কথা বললেন যখন তার দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। ওই অভিযানে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে রাশিয়া।
বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রথম উপ প্রধানমন্ত্রী অ্যান্দ্রে বেলুসভ। তিনি বলেন, সরকার ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে ৯২ বিলিয়ন রুবল বা ১০০ কোটি ডলার মূল্যর এবং ২০৩০ সালের মধ্যে আরো ২০০ বিলিয়ন রুবল বা ২৪০ কোটি ডলার মূল্যের ড্রোন উৎপাদনের নির্দেশ দিয়েছে।

গত বছর প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, রাশিয়াকে নিজস্ব ড্রোন উৎপাদন বাড়াতে হবে এবং এসব ড্রোনকে সামরিক ও বেসামরিক কাজে ব্যাপকভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। ওই বক্তব্যের কথা স্মরণ করে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট আরো বলেন, দেশের অর্থনীতির প্রতিটি খাতে ড্রোন ব্যবহার করা সম্ভব। সূত্র : পার্সটুডে।

 

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
IT Cornerbd.com Call:01711073884
Theme Customized By BreakingNews