1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mdrubelmollah1989@gmail.com : Md.Rubel Mollah : Md.Rubel Mollah
November 30, 2023, 7:45 am

বরিশালে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপন

  • আপডেটের সময় : Friday, April 28, 2023
  • 59 ০ বার দেখছেন

 

‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে নানা আয়োজনের মাধ্যমে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ র‌্যালিতে নেতৃত্ব একটি র‌্যালি বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচ এম শাহাদাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ ও বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, কৃষিনির্ভর দেশ থেকে বাংলাদেশ শিল্পনির্ভর দেশ হতে চলেছে। বিশ্বের সাথে তাল মেলাতে হলে আমাদের যুগপোযোগী শিল্পপ্রতিষ্ঠান তৈরি করতে হবে। তারসাথে শিল্প প্রতিষ্ঠানে উৎপাদনও বাড়াতে হবে। আমদানি কমাতে হবে, রপ্তানি বাড়াতে হবে। সেজন্য শ্রমিকের দক্ষতা উন্নয়ন করতে হবে। পেশাগত কাজের প্রশিক্ষণ গ্রহণও জরুরি।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্যসম্মত নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য মালিকের যেমন দ্বায়বদ্ধতা রয়েছে অপরদিকে শ্রমিকেরও সচেতন থাকা প্রয়োজন। শিল্পপ্রতিষ্ঠানে নারীশ্রমিকদের জন্য আলাদা কর্মপরিবেশ থাকা প্রয়োজন। তাদের শিশু শুরক্ষার জন্য ডে-কেয়ার ও মাতৃদুগ্ধপান কর্নার স্থাপন এখন সময়ের দাবী।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
IT Cornerbd.com Call:01711073884
Theme Customized By BreakingNews