1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mdrubelmollah1989@gmail.com : Md.Rubel Mollah : Md.Rubel Mollah
November 30, 2023, 7:46 am

বাকেরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

  • আপডেটের সময় : Sunday, April 30, 2023
  • 48 ০ বার দেখছেন

 

বরিশাল পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়া পুর সমিল ঘাট নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬ টার সময় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায় ঢাকা সায়েদাবাদ থেকে ছেড়ে আসা বেপারি পরিবহনের একটি বাস ও পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা আলকায়েদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ আহতের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে সড়কের দুই প্রান্তে শত শত গাড়ি আটকা পড়ে চরম যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পরে আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় তিন ঘণ্টার প্রচেষ্টায় দুঘর্টনা কবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
IT Cornerbd.com Call:01711073884
Theme Customized By BreakingNews