মহান মে দিবস উপলক্ষে বরিশালে পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের সমর্থকরা।
এ নিয়ে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রোববার দুপুর ১টার দিকে খোকন সেরনিয়াবাত সমর্থক জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহামুদসহ অন্যান্য নেতারা বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আসেন। পরে তারা মহান মে দিবস পালনের উদ্দেশে সোহেল চত্বরে তারা মঞ্চ নির্মানের কাজ শুরু করেন।
অপরদিকে বিকেলে মোটরসাইকেল মহড়া নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন সাদিক সমর্থক মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্না। এরপর মেয়র সাদিকের ব্যক্তিগত সহকারী মুস্তফা জামান মিলনসহ কয়েকজন এসে সোহেল চত্বরে আরেকটি মঞ্চ নির্মাণের কাজ শুরু করেন।
সাদিক আব্দুল্লাহর অনুসারী মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না বলেন, মহান মে দিবস উপলক্ষে রোববার বিকাল ৪টায় আলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর শ্রমিক লীগ। এই কারণে মঞ্চ নির্মাণের স্থান দেখতে আমরা গিয়েছিলাম। এছাড়া অন্য কিছু নয়।
ব্রজমোহন কলেজ ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষার ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বলেন, মহানগর ও জেলা শ্রমিক লীগের আয়োজনে রোববার বেলা ১১টায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলীয় কার্যালয়ের সামনে সোহেল চত্বরে এই আয়োজন করা হয়েছে। জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতারা মঞ্চ নির্মানের স্থানও পরিদর্শন করেছেন। সভায় বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাত উপস্থিত থাকবেন।
এদিকে পাল্টাপাল্টি মঞ্চ তৈরিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বরিশাল নগরীতে। বরিশাল সিটি নির্বাচনে নৌকার টিকেট থেকে ছিটকে পড়া সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে ও নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের মধ্যে এতদিন নিরব দ্বন্দ চললেও একই স্থানে দুইটি মঞ্চ নির্মাণ নিয়ে তা প্রকাশ্যে চলে এসেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম বলেন, মে দিবস উপলক্ষে আওয়ামী লীগ পাল্টাপাল্টি মঞ্চ করে থাকলে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে।
Leave a Reply