বরিশালে যথাযথভাবে মহান আন্তর্জাতিক ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিক দল বরিশাল মহানগর ও জেলা শ্রমিকদল, জাতীয় শ্রমিকলীগ বরিশাল জেলা ও মহানগরসহ জাতীয় সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা ও মহানগর শাখা (বাসদ), বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি, ট্রেড ইউনিয়ন, গণসংহতি শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন স্ব স্ব ব্যানারে তারা পৃথকভাবে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে।
আজ সোমবার (১লা মে) সকাল ১১টায় সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা ও মহানগরের আয়োজনে মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দল উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিন, মহানগর শ্রমিকদল সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।
পরে নগরীতে এক বর্ণ্যাঢ্য র্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এছাড়া জাতীয় শ্রমিক লীগ নগরীর সোহেল চত্বরে জেলা শ্রমিক লীগ সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসেবে প্রথমবারের মত আসন্ন বিসিসি নির্বাচনে নৌকা প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বক্তব্য রাখেন।
এ সময় তিনি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রীর নৌকাকে বিজয় করার জন্য আহবান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকদল সভাপতি আফতাব আহমেদ, মহানগর অঅওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. আনিস উদ্দিন শহীদ, মহানগর যুবলীগ আহবায়ক নিজামুল ইসলাম নিজামসহ বেশ কয়েকজন মেয়র সাদিক আব্দুল্লাহ বিরোধী কাউন্সিলর ও সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক অসিম দেওয়ান, সাবেক বিএম কলেজ ভিপি মঈন তুষার প্রমুখ। এখানে বিগত সময়ের প্রথম সারির জেলা ও মহানগর আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল না।
অন্যদিকে অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) শ্রমিক ফ্রন্ট সমাবেশ ও বর্ণ্যাঢ্য র্যালি করে।
এরপূর্বে এখানে বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক ফ্রন্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply