1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mdrubelmollah1989@gmail.com : Md.Rubel Mollah : Md.Rubel Mollah
December 9, 2023, 5:21 am

বরিশাল সিটি নির্বাচনে আ.লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন ও জাপা

  • আপডেটের সময় : Monday, May 1, 2023
  • 64 ০ বার দেখছেন

 

জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। বিএনপি এবং বাসদ নির্বাচনে না আসলেও আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। জাতীয় পার্টির মেয়র প্রার্থী হচ্ছেন দলটির যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন তারা।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ালীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে বঙ্গবন্ধুর ভাগ্নে ও কৃষককুলের নয়নের মনি আবদুর রব সেরনিয়াবাতের কণিষ্ঠপুত্র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। এখন তাকে ঘিরেই জয়ের স্বপ্ন বুনছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে এ জয়ের পথে বড় বাধা হয়ে দাড়াতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

বরিশাল সিটি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি এবং বাসদ। এই নির্বাচনকে অবৈধ আখ্যায়িত করতে তারা এই কৌশলী ভূমিকা পালন করছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ দিতে বেশকয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা প্রকাশ্যে না এলেও নিরবে তাদের মাঠ গোছাচ্ছে বলে জানা গেছে। এদের মধ্যে একজন হলো সাবেক সিটি মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপণ। এছাড়াও একজন সাংবাদিক নেতা সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

জাতীয় পার্টির মেয়র মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, গতবারের মতো এবারও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করব। আমি নির্বাচিত হতে পারলে রাজনৈতিক সহবস্থান তৈরি করা অর্থাৎ দলমত নির্বিশেষে মহানগরের সব মানুষদের সমন্বয় করে একটি সুন্দর সবল মহানগর গঠনে কাজ করব।

তিনি আরও বলেন, বর্ধিত এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি করা, মৃত খালগুলো পুনরুদ্ধার করা , নগরবাসীকে যানজটমুক্ত পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়াই তার উদ্দেশ্য। মা ও শিশুদের জন্য হাসপাতাল স্থাপন, নগরবাসীকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার পাশাপাশি লঞ্চঘাট ও বাসস্ট্যান্ড চাঁদাবাজ মুক্ত করার কথাও বলেন তিনি।

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ পদ আমীরের। এর পরেই রয়েছেন সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের অবস্থান। এবার বরিশাল সিটি নির্বাচনে তাকেই মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। নির্বাচিত হলে মেয়র নয় বরং খাদেম হিসেবে বরিশাল বাসীর জন্য কাজ করবেন বলে জানান দলটির মেয়র প্রার্থী মুফতি ফজুল করিম। তবে এই নির্বাচনে জয়লাভ করতে পারলে নামাজের কাতারের মতো একটি সমাজ উপহার দিতে চান মুফতি ফজুল করিম যেখানে ধনি-গরিব বৈষম্যহীনভাবে একসাথে থাকবে।

এদিকে এই নির্বাচনকে টেস্ট কেস হিসেবে দেখছেন দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। জানান স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে অংশগ্রহণের মাধ্যমেই তারা সিদ্ধান্ত নেবেন জাতীয় নির্বাচনের বিষয়ে।

উল্লেখ্য, আগামী ১২ জুন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে বরিশালের নতুন নগর পিতা।

 

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
IT Cornerbd.com Call:01711073884
Theme Customized By BreakingNews