ফরিদপুরের ভাঙ্গায় একটি স্কুল থেকে বিউটি আক্তার (৩৮) নামে এক আয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তিনি ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের সানরাইজ কেজি স্কুলে আয়ার কাজ করতেন। তিনি কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের মোসলেম মাতুব্বরের কন্যা এবং ফরিদপুর জেলার সালথা উপজেলার লুৎফর রহমানের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার কারণে রবিবার বিকেলে স্কুলের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতেছিলেন বিউটি আক্তার। এরই কোন এক ফাঁকে তিনি স্কুলের একটি শ্রেণীকক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ।
ভাঙ্গা থানার এসআই খালিদ মাহমুদ জানান, রবিবার রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে স্কুলটির কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পাই। সেখান থেকে ওই স্কুলের আয়া বিউটি আক্তারের লাশটি উদ্ধার করেছি। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। যতটুকু জানতে পেরেছি, নিহত বিউটির সঙ্গে তার দ্বিতীয় স্বামীর মনোমালিন্য চলছিল।
ভাঙ্গা থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, রবিবার রাতে ডিউটি আক্তার নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশ পোস্টমর্টেমের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
Leave a Reply