মোবাইল ফোন কিনে না দেয়ায় পরিবারের সাথে অভিমান করে রংপুরের বদরগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুয়েল ইসলাম (১৬) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দশ নম্বর রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ইসলাম উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়াপাড়ার ময়নাল ইসলামের ছেলে। সে বদরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দশ নম্বর রেলঘুন্টি সংলগ্ন লাইনে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি পৌঁছায়। এসময় চলন্ত ট্রেনের সামনে আচমকা ঝাঁপিয়ে পড়েন ওই কলেজছাত্র। ট্রেনে কাটা পড়ে তার দেহ তিন টুকরা হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সাথে অভিমান করে ওই যুবক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply