ইতিহাসের চিরশিশু শেখ রাসেল
মোঃ মেহেদী হাসান
হলদে পাকা ধানের ক্ষেতে,
হলুদ ধানের উচ্ছ্বাসিত তরঙ্গতে,
কৃষক চাষী ব্যস্ত ক্ষেতে,
হেমন্তের ঐ নবান্নতে।
এমন সময় ধরার মাঝে,
গন্ধরাজের মুখ হাসিয়ে,
বঙ্গমাতার কোল রাঙিয়ে,
আসলো শিশু শেখ রাসেল।
বুদ্ধিদীপ্ত কর্ম দিয়ে,
জগৎটাকে তাক লাগিয়ে,
বাবার প্রতিচ্ছবি হয়ে,
হাঁটছে সে তার আপন তালে।
গড়বে এদেশ ভালোবেসে।
কর্ম দিয়ে পৌঁছবে সবার হৃদয় মাঝে। থাকবে সবার সুখে দুঃখে।
দেশকে নিয়ে স্বপ্ন দেখে।
দুরন্ত এই ছোট্ট শিশু,
বাড়ছে এসব স্বপ্ন নিয়ে।
নীল আকাশে সূর্য ভাসে,
তা দেখে ঐ ফুল-পাখি আর সবুজ হাসে।
জ্বলে তার হৃদয় মাঝে দীপশিখারই আলো।
শুরুর ক্ষণেই নিভিয়ে দিলো প্রদীপ শিখার আলো।
পঁচাওরের কালো রাতে,
কুলাঙ্গারের গোলার আঘাতে,
প্রাণ হারালো রক্তপাতে।
আপন জনের লাশের পাশে দাড় করিয়ে।
পশুত্বকে হারমানিয়ে।
কোমল শিশুর ক্ষুন ঝড়িয়ে।
পার পাবে না কোনো ক্ষুনি।
পুষ্প প্রেমি সমাজ কাঁদে,
এই শাবকের বিয়োগ শোকে।
বাঙালীর এই স্বজল নয়নে।
অশ্রু ঝড়ে তুমি বিহনে।
হৃদয় মাঝে ভাসে সারাক্ষণই,
মায়ায় ভরা কোমল বদন খানি।
বাঙালীর এই হৃদয় মাঝে,
শহীদ হয়েও থাকবে ততদিন,
এই বাংলা থাকবে যতদিন।
হে ইতিহাসের চির শিশু শেখ রাসেল।
Leave a Reply