বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের কর্মীদের কুপিয়ে জখম করার ঘটনায় মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্নাসহ ১০ জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটকের পর রাতে তাদের কাউনিয়া থানা হাজতে রাখা হয়। কিন্তু সেখানকার সিসিটিভি ক্যামেরার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে বরিশাল শহরজুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
সোমবার (১৫ মে) সকাল থেকে ছবিটি বিভিন্ন ফেসবুকে পোষ্ট করা হয়। ছবিটিতে দেখা যায়, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্না ও অনুসারীরা থানা হাজতে শুয়ে ও বসে আছেন। এদিকে মান্না আটকের পর থেকে ভাইরাল সেই সিসিটিভি ক্যামেরার ছবি নিয়ে বিরোধীরা নানা মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিচ্ছে। এমনকি একটি মহল ফয়দা লুটতে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে ওই ছবি গুলো পোষ্ট দিচ্ছে।
এদিকে মান্নাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পর আরও একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, ছাত্রলীগ নেতা মান্না ও তার ছোট ভাই থানার মধ্যে দাড়িয়ে আছে। এ ছবি দুটি এখন বরিশাল নগরীর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
এ নিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ করতে দেখা গেছে। তারাও থানা হাজতের ভিতরের সিসিটিভি ক্যামেরার ছবি ভাইরাল হওয়া নিয়ে নানা মন্তব্য করছেন। পাশাপাশি এ ঘটনায় কাউনিয়া থানার ওসি আবদুর রহমান মুকুলকে দুষছেন তারা।
বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্না আটকের বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ নেতারা। তারা এই ছাত্রলীগ নেতার মুক্তির দাবি জানিয়েছেন। থানা হাজতের ভিতরের ছবি ভাইরালের বিষয়ে তিব্র নিন্দা জানিয়েছেন।
তবে কাউনিয়া থানার ওসি আবদুর রহমান মুকুলের দায়িত্বহীনতার কারণেই থানা হাজতের ভিতরের ছবি ভাইরাল হয়েছে বলে দাবি সচেতন মহলের।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন- সিসিটিভি ক্যামেরার ছবি কিভাবে ভাইরাল হলো তা আমার বোধগম্য নয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকেই দুষছেন এমন প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।
এ ব্যাপরে বরিশাল মেট্রোপলিন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিপিএম-বার বলেন- থানা হাজতের ছবি কোনোভাবেই বাইরে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে আমরা বিষয়টি তদন্ত শুরু করে দিয়েছি। কিভাবে সিসিটিভি ক্যামেরার ছবি বাইরে গেল আর তা ফেসবুকে ছড়িয়ে পরলো তা শিঘ্রই জানা যাবে।’’
Leave a Reply