ঝালকাঠির রাজাপুরে এক শিশু (১২) ধর্ষণ মামলার আসামি মো. সাকিবকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃত সাকিব ঝালকাঠির রাজাপুরের বদনীকাঠী এলাকার মো. নুরুর ছেলে।
বুধবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহমুদুল হাসান।
তিনি বলেন, গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই নাবালিকা শিশু (১২) তার খালাবাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিল। রাজাপুর বাইপাস মোড় অতিক্রমকালে সাকিব ওই শিশুটিকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে জনৈক সাবু হাওলাদারের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ৬ মে রাজাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলাটি ছায়া তদন্ত করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ঢাকার তেজগাঁও থেকে গ্রেফতার করে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজাপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহমুদুল হাসান।
Leave a Reply