বরিশাল নদী বন্দরের লঞ্চ টার্মিনাল থেকে পড়ে সাথী আক্তার নামের ১২ বছরের এক পথশিশু নিখোঁজ হয়েছে।
আজ (১৮ মে) বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচ টার দিকে এ ঘটনা ঘটে।
লঞ্চঘাটের চাঁদনী নামের এক পথশিশু জানান, আমি, আসলাম, জনি, পল্টনের পাশে বসে ছিলাম। হঠাৎ করে পিছন থেকে নাইম এসে সাথী ও আসলামকে ধাক্কা দেয়। এসময় আসলাম সাতার কেটে উঠে। কিন্তু সাথী সাতার না জানায় সে ডুবে যায়। আমরা নদীতে ঝাঁপ তাকে দিয়ে বাঁচাবার চেষ্টা করি। কিন্তু সাথীকে আর পাওয়া যায় নি।
অপর পথশিশু আসলাম বলে, আমরা পল্টনে বসে দুষ্টুমি করছিলাম। এ সময় পিছন থেকে কে যেন ধাক্কা দেয়। আমি নদীতে পড়ে গেলে সাঁতার কেটে উপরে উঠি। কিন্তু সাথী ডুবে যায়।
নিখোঁজ পথশিশু সাথী আক্তার তাঁর বাড়ি ঢাকা বলে জানা গেছে। বরিশাল নদী বন্দর লঞ্চঘাট এলাকায় থাকতো।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ জলিল বলেন, স্থানীয়ভাবে আমরা বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. এনামুল হক সুমন জানান- আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
Leave a Reply