1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mdrubelmollah1989@gmail.com : Md.Rubel Mollah : Md.Rubel Mollah
November 30, 2023, 7:50 am

বরিশাল হবে অসাম্প্রদায়িক নগরী : খোকন সেরনিয়াবাত

  • আপডেটের সময় : Saturday, May 20, 2023
  • 59 ০ বার দেখছেন

 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের জন্ম। আমিও সেই চেতনায় বিশ্বাসী। আমার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়বাতও ছিলেন একই চেতনায় বিশ্বাসী। আমি নির্বাচিত হলে বরিশালও হবে অসাম্প্রদায়িক নগরী।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন এগিয়ে নেয়ার প্রত্যয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন, আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

এসময় তিনি আরও বলেন, ‘বরিশালে এতোদিন হিন্দু-বৌদ্ধ,-খ্রীস্টান ঐক্যপরিষদ অবহেলিত ছিলো। আমি নির্বাচিত হলে এই পরিষদের মানুষ আর অবহেলিত থাকবেনা। এখানে কোন দাতা সংস্থা বা এনজিও কাজ করতে পারেনি। সেই পরিবেশ ও সুযোগ তাদের দেয়া হয়নি। নির্বাচিত হলে সেই পরিবেশ ফিরিয়ে আনা হবে।

খোকন সেরনিয়াবাত বলেন, বরিশালে তেমন কোন উন্নয়ন হয়নি। আগামীর বরিশাল হবে নতুন বরিশাল। এখানে কোন বৈষম্য থাকবেনা। বরিশাল ছিলো পরিচ্ছন্ন শহর। এখন সেটা অপরিচ্ছন্ন। রয়েছে পানি সংকট। সমস্য রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায়। এই শহরকে সর্বস্তরের মানুষের সহযোগিতায় সুন্দর ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। আমি আমার বাবার কাছ থেকে রামায়নের গল্প শুনেছি। আমি সেটা ধারনও করি। আমার ভিতর কোন অনুকম্পা নেই। আমার দ্বারা কেউ অসম্মানিত হবেন না।

শুক্রবার রাতে নগরীর বগুড়া রোডের একটি হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক হিরন কুমার দাস মিঠু।
অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, মেয়রপ্রার্থীর সহধর্মিণী লুনা আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতা আনিচ উদ্দিন আহমেদ শহীদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঐক্যপরিষদের জেলা সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মহানগরের সভাপতি মৃনাল কান্তি সাহা, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, সাবেক সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, সাবেক ট্রাস্টি ভানু লাল দে ও খ্রীস্টান সম্প্রদায়ের নেত্রী জনসন মেরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
IT Cornerbd.com Call:01711073884
Theme Customized By BreakingNews